আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অরণি সাহিত্য পত্রের শারদসংখ্যা প্রকাশঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি, আগরতলা, আরশিকথাঃ


    ৭ই সেপ্টেম্বর, ২০২৫- প্রখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ৯১তম জন্ম দিবস পালনের মধ্য দিয়ে, রাজ্য এবং বহিঃরাজ্যের কবি সাহিত্যিক গুণীজনদের উপস্থিতিতে, প্রকাশিত হল "অরণি শারদসংখ্যা ২০২৫।"

    অরণি সাহিত্য পত্রটি ইতিমধ্যে রাজ্যে এবং বহিঃরাজ্যে লেখক পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। কবি সাহিত্যিক সম্পাদক সুনির্মল বিশ্বাসের সম্পাদনায় অরণি সাহিত্য পত্রটি প্রকাশিত হয়। এছাড়াও আরো বেশ কয়েকটি ম্যাগাজিন সম্পাদনা করেন। এর সাথে যুক্ত রয়েছেন একঝাঁক প্রবীণ ও নবীন লেখকগণ। মূলতঃ কবি সাহিত্যিকদের চর্চা বিকাশের একটা প্লেটফর্ম প্রদান করা এবং সুষ্ঠ সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সাহিত্য চর্চা ও মানুষের বাক স্বাধীনতাকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই সাহিত্য পত্র প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন বলে সম্পাদক ব্যক্ত করেন। এবছর ৪র্থ সংখ্যা প্রকাশিত হয়েছে।

    এর আগে মাতৃভাষা দিবস সংখ্যা, বসন্ত উৎসব সংখ্যা প্রকাশিত হয়েছে। তাছাড়া সম্পাদক সুনির্মল বিশ্বাস এর একটি ইংরেজী ম্যাগাজিন রয়েছে - দ্যা ভয়েস অফ সেইজ। সব গুলি ম্যাগাজিন আই.এস.এস.এন. নম্বরের জন্য বিবেচনাধীন রয়েছে। অনুষ্ঠানের শুরুতে চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শুভ সূচনা হয়। স্বাগত ভাষণ রাখেন সম্পাদক সুনির্মল বিশ্বাস এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। মঞ্চে এবং দর্শকাসনে উপস্থিত সকল গুণীজনদের সাদর সম্ভাষণ জানান। উপস্থিত ছিলেন রাজ্যের ও বহিঃ রাজ্যের বর্ষীয়ান কবি সাহিত্যিক ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন সর্বশ্রী কৃষ্ণকুসুম পাল, মনোরঞ্জন গোপ, প্রিয়তোষ ঘোষ, শৈলেন্দ্র দাস, গোপাল বিশ্বাস, অপাংশু দেবনাথ, টিংকুরঞ্জন দাস, পরিমল কর্মকার, মন্টু দাস, অধ্যাপক সৌভিক বাগচী এবং শ্রীমতি নিয়তি রায় বর্মন প্রমুখ গুণীজনেরা। তাছাড়া আরো প্রায় শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।


    অনুষ্ঠানে আধুনিক কবিতার উপর আলোচনা রাখেন কৃষ্ণ কুসুম পাল, ত্রিপুরার লোকসংস্কৃতির উপর আলোচনা রাখেন লোক গবেষক মন্টু দাস, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাব্যিক জীবনের উপর আলোকপাত করেন অধ্যাপক সৌভিক বাগচী। অনুষ্ঠানে অরণি সাহিত্য পত্রের পক্ষ থেকে স্থানীয় ছয়টি সমাজসেবী সংস্থাকে সেবক সম্মাননা প্রদান করা হয় এবং চার জন শিল্পীকে গুণীশিল্পী সম্মাননা প্রদান করা হয়। তাছাড়া মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় কবি সম্মেলন ও কবিদের সম্মাননা প্রদান। আলোচনা, গান, কবিতাপাঠ সব মিলিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপিত হয় বলে উপস্থিত সকলেই ব্যক্ত করেন।

    অরণি শারদসংখ্যা ২০২৫ এর শুভ মুক্তি ঘটে।  ম্যাগাজিন প্রকাশ এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের ধারাবাহিকতা চলতেই থাকবে বলে সম্পাদক অবগত করেন। আগামী দিনে মুক্ত মঞ্চে কবিতার আসর ও গ্রন্থমেলা করার পরিকল্পনা রয়েছে। সুশীল, প্রগতিশীল সাহিত্য-সংস্কৃতির চর্চা ও বিকাশের পৃষ্ঠপোষক এই টিম অরণি। সম্পাদকের প্রথম একক কাব্যগ্রন্থ "অচেনা পরিব্রাজক" গত বইমেলায় প্রকাশিত হয়েছে। এবছর আরো দুটি পুস্তক প্রকাশের প্রস্তুতি চলছে। তাছাড়া অসংখ্য ডিজিটাল পাবলিকেশন রয়েছে। আজকের এই অনুষ্ঠানের সহযোগী ভূমিকায় ছিলেন ইউনাইটেড সোশ্যাল ভোলান্টিয়ার্স নামক সামাজিক সংস্থা যার সচিব সম্পাদক নিজে, সভাপতি সুবীর কুমার শীল, সহসভাপতি নির্মল সুত্রধর, সহসম্পাদক অশোক শীল, কোষাধ্যক্ষ অমল দাস। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে সম্পাদক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    কবি সম্মেলনটি পৌরহিত্য করেন বর্ষীয়ান কবি সাহিত্যিক নাট্যভূষণ মনোরঞ্জন গোপ মহাশয়। সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে, আসন্ন শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মনোরঞ্জন গোপ মহাশয়।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ১০ই আগস্ট ২০২৫

     

    3/related/default