আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    উচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন অরিন্দম লোধ

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধিঃ
    ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি হিসেবে শপথ নিলেন অরিন্দম লোধ। সোমবার(৭মে) উচ্চ আদালতের ১নুং কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে শপথ গ্রহন করেন তিনি। শপথবাক্য পাঠ করান মুখ্য বিচারপতি অজয় রাস্তোগী। এদিন বেলা ১০টা থেকে শপথ গ্রহন শুরু হয়।ইংরেজীতে  শপথ বাক্য পাঠ করেন অরিন্দম লোধ। 
    তাকে নিয়ে উচ্চ আদালতে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো তিনজন। এদিন শপথ গ্রহনের সময় আদালতের অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। 
       
    3/related/default