Type Here to Get Search Results !

পিএসআরইউ'র উদ্যোগে পালিত মে দিবস


নিজস্ব প্রতিনিধি, আগরতলাঃ ১লা মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। দৈনিক ৮ ঘণ্টা কাজ, ৮ ঘণ্টা বিনোদন এবং ৮ ঘণ্টা বিশ্রামের দাবিতে শ্রমিকদের লড়াইয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে রচিত এই দিনটি। প্রতিবছরের মত নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে মঙ্গলবার(১লা মে) এই দিনটিতে শহিদ শ্রমিকদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে পিএসআরইউ মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন। শ্রমিক স্বার্থ সুরক্ষায় আগামীদিনেও সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানায় ইউনিয়নের নেতৃত্বরা।