আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ১৭ই দিল্লীতে প্রতিটি রাজ্যের মোর্চা নেতৃত্বের সঙ্গে বৈঠক মোদি-অমিতের

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ 
    আগামী লোকসভা নির্বাচন ঘিরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপি'র কেন্দ্রীয় স্তরে। আগামী ১৭ই মে ২৯টি রাজ্যের বিজেপি শাখা সংগঠন সাতটি মোর্চার সভাপতি ও সভানেত্রীদের দিল্লী তলব করা হয়েছে। ঐদিন তাদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মূলত আলোচনা হবে বিভিন্ন রাজ্যে দলের সাংগঠনিক শক্তি নিয়ে। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন মোর্চার সভাপতি ও সভানেত্রীদের ভূমিকা কি তা বুঝিয়ে দেওয়া হবে। এই বৈঠকে যোগ দিতে সোমবার(১৪মে) দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হন প্রদেশ বিজেপি'র মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। 
    প্রধানমন্ত্রী ও দলের সর্বভারতীয় সভাপতির বৈঠকে দাক পেয়ে খুশি পাপিয়া জানান, এধরনের বৈঠক থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুইটি আসনের জন্য বিজেপি মরিয়া হয়ে লড়াই করবে বলে জানান তিনি। কারণ বিজেপি'র কাছে প্রতিটি রাজ্যের প্রতিটি লোকসভা আসনের সমান গুরুত্ব। 

    ১৪ইমে ২০১৮ইং   
    3/related/default