Type Here to Get Search Results !

বর্ষার আগেই পুর নিগমকে পদক্ষেপ নিতে বললেন প্রদেশ সম্পাদিকা

বিশেষ প্রতিনিধি, আগরতলাঃ
গত কয়েকদিনের প্রবল বর্ষণে এবং বন্যায় নাকাল আগরতলা পুর নিগমের বাসিন্দারা। দুর্গতদের আশ্রয় নিতে হয়েছে ত্রাণ শিবিরে। এদিকে অভিযোগ উঠেছে এই বিপদের দিনে আগরতলা পুর নিগমকে প্রয়োজনে পাশে পাওয়া যায়নি। এই অভিযোগ করেছেন প্রদেশ বিজেপি'র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, পূর্বতন সরকারের আমলে আগরতলায় যা কিছজাকাজ হয়েছেসম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে। নিকাশি ব্যবস্থা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকাতেই বন্যা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। শহরবাসীকে। বৃহস্পতিবার(২৪মে) বিজেপি'র সদর কার্যালয়ে এই অভিযোগগুলি তুলে দলের এই নেত্রী পূর্বতন সরকার ও আগরতলা পুর নিগমকে এক হাত নেন। শ্রীমতী ভৌমিক হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে পুর নিগম পরিস্থিতির উন্নয়নে পদক্ষেপ না নিলে বিজেপি আন্দোলনে নামবে। বর্ষার মরশুমের আগেই তিনি পুর নিগম কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বলেন। শহরবাসীর এই জলযন্ত্রণার জন্য পুর নিগম ও পূর্বতন সরকার একযোগে দায়ী বলেও অভিযোগ করেন তিনি।

২৪শে মে ২০১৮ইং      

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.