তন্ময় বনিক,আগরতলাঃ বুধবার(৯মে) বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে কবিগুরুর ১৫৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান হয় রবীন্দ্রভবনে। উপস্থিত ছিলেন সমাজকল্যান ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এবছর রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় সাহিত্যিক নরেশ চন্দ্র দেববর্মা ও চিত্রশিল্পী চিন্ময় রায়কে। তাদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী সান্তনা চাকমা। রাজ্য মন্ত্রীসভার সর্বকনিষ্ঠা এই মন্ত্রী মঞ্চে তাদের পা ছুঁয়ে প্রণাম করে নিজ শিক্ষার পরিচয় রাখেন।