Type Here to Get Search Results !

ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় রাষ্ট্রপতির

ব্যুরো এডিটর,ঢাকা :
বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদাল করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ঈদের এই জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নিয়েছেন। শনিবার (১৬ জুন) সকাল সাড়ে ৮টায় দেশের প্রধান এ জামাত অনুষ্ঠিত হয়। প্রধান ঈদ জামাতের ইমামতি করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। জাতীয় ঈদগাহ ময়দানের শামিয়ানার ভেতরে ৮৫ হাজার পুরুষ ও পাঁচ হাজার নারী নামাজ আদায়ের ব্যবস্থা রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিতে নিয়েছেন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ। লাইন ধরে নিরাপত্তা তল্লাশি শেষে ঈদগাহে প্রবেশ করেছেন হাজার হাজার নারী-পুরুষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরইমধ্যে প্রথম জামাত সকাল ৭ টায় অনুষ্ঠিত হয়েছে। এ জামাতের ইমামতি করছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকি নদভী। দ্বিতীয় জামাত সকাল ৮টা অনুষ্ঠিত হয়। এ জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেমী। তৃতীয় জামাত সকাল ৯ টায়, এ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। চতুর্থ জামাত সকাল ১০টায়, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী। পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে, এ জামাতে ইমামতি করবেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ড. মাওলানা মুশতাক আহমাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.