আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঢাকায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

    আরশি কথা
    ব্যুরো এডিটর,ঢাকা: নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগ নেতা ফরহাদ আলী (৫৪)। তিনি রাজধানীর উত্তর বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজ শেষে উত্তর বাড্ডার আলীর মোড়ে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আজ শুক্রবার (১৫ জুন) দুপুরে উত্তর বাড্ডার আলীর মোড় এলাকার মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বের হলেই দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এবং কেন ফরহাদ মিয়াকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

    ১৫ই জুন ২০১৮ইং

    3/related/default