Type Here to Get Search Results !

১০,৩২৩...বাড়লো চাকরির মেয়াদ- পরবর্তী শুনানি ১৮ জুলাই

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
আরও কিছুদিনের জন্য স্বস্তি ১০,৩২৩ শিক্ষকের। বাড়লো চাকরির মেয়াদ। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৮ জুলাই। এই সময় পর্যন্ত বহাল থাকবে তাদের চাকরি। একই সঙ্গে এদিন অশিক্ষক পদে প্রায় ১২ হাজার নিয়োগের মামলারও শুনানি হবে। বুধবার(৪জুলাই) সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে ১০,৩২৩ শিক্ষকের চাকরি মামলাটি উঠে। এদিন মামলার পরবর্তী তারিখ ধার্য করে দেওয়া হয় ১৮ জুলাই । একই সঙ্গে এদিন প্রায় ১২ হাজার অশিক্ষক পদে নিয়োগের মামলাটিও উঠে। দুইটি মামলারই পরবর্তী শুনানি হবে ১৮ জুলাই। প্রসঙ্গত, সর্বোচ্চ আদালত ৩০ জুন পর্যন্ত এডহক ভিত্তিতে ১০,৩২৩ শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিলো। এই নির্ধারিত সময়ের নয়া রাজ্য সরকার শিক্ষকদের চাকরির সময়সীমা দুই বছর বাড়ানোর আবেদন জানায় সর্বোচ্চ আদালতে। এর প্রেক্ষিতে বুধবার  সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে উঠে মামলাটি। রাজ্য সরকার যুক্তি দেখায় একসঙ্গে এতোজন শিক্ষক চাকুরিচ্যুত হলে স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা দেখা দেবে। ব্যহত হবে পঠনপাঠন। যদিও নয়া রাজ্য সরকারের এই সিদ্ধান্তে তৎকালীন সময়ে শিক্ষক পদে চাকরি থেকে যে সমস্ত বেকাররা বঞ্চিত হয়েছিলো তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। এখন অপেক্ষা, ১৮ জুলাই কি নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।  

৪ঠা জুলাই, ২০১৮ইং     

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.