আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রকৃতির রূপরসে মুগ্ধ হয়ে দুই বিদেশী নিজেদের বিয়ে সারলেন কাশ্মীরে

    আরশি কথা
    টুরিস্টরা কাশ্মীর যাবেন কিনা ভাবছেন ?
    নানা বিভ্রান্তিতে সেই সময় একটি খবর বসন্তের বাতাস নিয়ে আসে। বাটা আর লোডেক দুজনেই পোল্যান্ডের বাসিন্দা। কাশ্মীর এসেছিলেন গতবছর এক বিয়েতে। কাশ্মীরের সংস্কৃতি দেখে, খাবার খেয়ে তারা এমন সিদ্ধান্ত নিলেন যে নিজেদের বিয়ের অনুষ্ঠান কাশ্মীরেই করবেন। প্রকৃতির রূপরসে এবং কাশ্মীরি সংস্কৃতিতে ঝিলম নদের তীরে তাদের চার হাত এক হলো। আমন্ত্রণের অপেক্ষায় না থেকে বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন প্রায় শ'খানেক মানুষ। কাশ্মীরি মহিলারা লোকগানে মাতিয়ে তুলেছিলেন বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর নবদম্পতি লাদাখ গেলেন মধুচন্দ্রিমায়। বাটা বলেন, কাশ্মীরের প্রাকৃতিক শোভার মতো সুন্দর কাশ্মীরি সাবেকি সাজ। লোডেক বলেন, প্রকৃতি বা সংস্কৃতি শুধু নয় সবকিছুর প্রেমে পড়েছেন দুজনেই। তাই তাদের এই সিদ্ধান্ত। কাশ্মীরের টানে অনেকে কয়েকবারও ঘুরতে আসেন। বিদেশীর বিয়ে সম্ভবত প্রথম। বিজ্ঞাপনে কাশ্মীর নতুন থিম পেলো যা নতুন করে পর্যটককে ভাবাবে।

    প্রতিবেদকঃ নন্দিতা দত্ত, বিশিষ্ট সাংবাদিক
    আগরতলা,ত্রিপুরা
    তথ্যঃ সংগৃহীত 
    ছবিঃ সৌজন্যে সংবাদ সংস্থা

    ২৪শে জুলাই ২০১৮ইং          
    3/related/default