Type Here to Get Search Results !

আগরতলা বিমানবন্দর হলো "মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য" বিমানবন্দর

তন্ময় বনিক,আগরতলাঃ
১৯৪২ সাল থেকে তার পথচলা শুরু। ২০১৮ তে হলো এর নাম পরিবর্তন। আগরতলা বিমানবন্দরের নাম বদল করে হলো মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বিমানবন্দর। বুধবার(৪জুলাই) কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী এই ঘোষণা দেন। কেন্দ্রীয় মন্ত্রীর এই ঘোষণার সময় পাশে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দিল্লী থেকে আগরতলা ফেরেন। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান রাজ্যের বিজেপি নেতৃত্বরা। 
বিমানবন্দরের এই নয়া নামকরণের মধ্য দিয়ে বিজেপি'র ভিশন ডকুমেন্টের আরও একটি প্রতিশ্রুতি পূরণ হলো। মহারাজের নামে বিমানবন্দরের নামকরণ করায় খুশী রাজ্যের জনজাতি অংশের মানুষ। বিভিন্ন মহল থেকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।
প্রসঙ্গত, সিঙ্গারবিলে বিমানবন্দর নির্মাণের জন্য তৎকালীন সময়ে জায়গা দান করেছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরই। 

ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা জুলাই ২০১৮ইং 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.