আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যে অস্থির পরিস্থিতির জন্য সিপিএমকে দায়ী করে মহিলা মোর্চার মিছিল

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
    বেশ কিছুদিন ধরে রাজ্যে একটা অস্থির পরিস্থিতি চলছে। 'ছেলেধরা','কিডনি চুরি' এসমস্ত গুজবের জেরে এখনও আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। গণধোলাইয়ে মৃত্যু হয়েছে এক মহিলা সহ কয়েকজনের। তাছাড়া খুন সন্ত্রাসের ঘটনাও ঘটছে। রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য সিপিএম এধরণের চক্রান্ত করছে বলে অভিযোগ বিজেপি'র মহিলা মোর্চার। প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে সিপিএমকে হুশিয়ারি দিয়ে রাজ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে আগরতলায় মিছিল করে মহিলা মোর্চা। মিছিলটি শুরু হয় রবীন্দ্র ভবনের সামনে থেকে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি পুনরায় রবীন্দ্র ভবনের সামনে আসে। এদিনের এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি'র সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত। শ্রীমতী ভৌমিক সিপিএমের সমালোচনা করতে গিয়ে বলেন, রাজ্য সরকার উন্নয়নের দিশাতে কাজ করছে। একশো দিনে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। এতো কম সময়ের মধ্যে দেশের কোনও সরকার পুলিশের চাকরিতে ১০ শতাংশ মহিলা সংরক্ষণ, সপ্তম বেতন কমিশনের জন্য কমিটি গঠন, বন্যা কবলিত এলাকায় কৃষকদের বীমা করে দেওয়ার মতো একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারেনি। তাই সরকারের কাজে বাঁধা সৃষ্টি করতে একের পর এক কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২রা জুলাই ২০১৮ইং   
    3/related/default