আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজ্যের ৮ জেলাতেই বাজপেয়ীর চিতাভষ্ম বিসর্জন

    আরশি কথা
    বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
     ভাসিয়ে দেওয়া হলো প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর চিতাভষ্ম। রাজ্যের ৮টি জেলায় একযোগে বিভিন্ন নদীতে চিতাভষ্ম ভাসানো হয়।
    আগরতলার হাওড়া নদীর দশমীঘাটে চিতাভষ্ম বিসর্জন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

    তার আগে রবীন্দ্র ভবনের সামনে হয় জমায়েত। সেখান থেকে র‍্যালী করে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর চিতাভষ্ম নিয়ে যাওয়া হয় হাওড়ার ঘাটে। এই কর্মসূচীতে অংশ নেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ রাজ্য বিজেপি'র প্রথম সারির অন্যান্য নেতৃত্বরা। 


    ধর্মনগর, তেলিয়ামুড়া, উদয়পুর, আমবাসা সহ ৮ জেলার ৮টি জেলা সদরেই বাজপেয়ীর চিতাভষ্ম ভাসানো হয়েছে। রবিবার(২৬আগস্ট) এই কর্মসূচীতে বিজেপি'র কর্মীসমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। আর এই কর্মসূচীর মধ্য দিয়ে সারা রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া হলো বাজপেয়ীকে। 

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৬শে আগস্ট ২০১৮ইং            
    3/related/default