আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সমাজে প্রান্তিক মানুষদের জন্য যারা কাজ করেন তাদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে...

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     সমাজে এমন অনেক সংস্থা সংগঠন রয়েছে যারা প্রান্তিক মানুষদের জন্য কাজ করে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সমাজসেবামূলক কাজ করে থাকে। তাদের উদ্বুদ্ধ করতে উদ্যোগ নিয়েছে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। এই কাজের দায়িত্ব দেওয়া হয় আইএসআরএন নামক কেন্দ্রীয় সরকারের অধীন এক সংস্থাকে। রবিবার(২৬আগস্ট) আগরতলার প্রজ্ঞা ভবনে এক কর্মশালার আয়োজন করা হয়। তাতে সামাজিক কাজের সঙ্গে যুক্ত এমন সংস্থা বা সংগঠনগুলির পক্ষ থেকে ৮২ জন অংশ নেয়। 
    তাদের কাজের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রেবতি মোহন দাস। 
    ছিলেন আইএসআরএন এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সন্তোষ গুপ্তা, চাইল্ডস রাইট কমিশনের চেয়ারম্যান নীলিমা ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। 
    জনসংঘের প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রান্তিক মানুষের উন্নয়নের লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার এই কর্মসূচী হাতে নেয়। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য যারা কাজ করছেন তাদের কাজের স্বীকৃতি প্রদান ও তাদের উদ্বুদ্ধ করা ছাড়া এই লক্ষ্য সফল হবার নয়। আর তাই কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক এধরণের কর্মসূচী হাতে নিয়েছে। ভলেন্টারি হেলথ এ্যাসোসিয়েশন ত্রিপুরার উদ্যোগে এবং আইএসআরএন এর সহযোগিতায় এদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৬শে আগস্ট২০১৮ইং 

       
    3/related/default