Type Here to Get Search Results !

আগরতলা পুরনিগমের ঘাটতি বাজেট পেশ

আগরতলা ডেস্কঃ
 এবছরও আগরতলা পুরনিগমের ঘাটতি বাজেটই পেশ করলেন মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা। ২০১৮-'১৯ অর্থবর্ষের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমান ৯৬ লক্ষ ৩১ হাজার টাকা। বৃহস্পতিবার(২৭ সেপ্টেম্বর) বাজেট পেশ করেন মেয়র। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হবে ২৯ সেপ্টেম্বর। বর্তমান অর্থবর্ষে পুরনিগমের আয় দেখানো হয় ২১,৭৭৫.৬৮ লক্ষ টাকা। ব্যয় ধরা হয়েছে ২১,৮৭১.৯৯ লক্ষ টাকা। অর্থাৎ ঘাটতি থাকছে ৯৬.৩১ লক্ষ টাকা। ২০১৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত পুরনিগমের রেভিনিউ আসে ১২১৪.০৬ লক্ষ টাকা। ২০১৭-'১৮ অর্থবর্ষে রেভিনিউ এসেছিলো ১৯৬৬.৪৫ লক্ষ টাকা। এদিন বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন মেয়র ডঃ সিনহা। রাজ্যে সরকার বদলের পর আগরতলা পুরনিগম তার কাজকর্মের স্বাভাবিক গতিপ্রক্রিয়া হারিয়েছে। তাই এই অবস্থায় এবারের বাজেট খুবই গুরুত্বপূর্ণ। আগরতলা পুরনিগম ১৭ থেকে৩৫, তারপর এখন ৪৯টি ওয়ার্ড হয়েছে। পুরনিগমের পরিধি বাড়লেও সর্বত্র পুরবাসীদের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছেনা নাগরিক পরিষেবা। বর্ধিত পুর এলাকাগুলিতে কর আদায়ে যেমন ঘাটতি রয়েছে তেমনি পৌঁছে দেওয়া যাচ্ছেনা উপযুক্ত পরিষেবাও। এখন রাজ্যে সরকার বদল হওয়ার পর আগামী এক বছর পুরনিগম তার কাজের গতিপ্রকৃতি কিভাবে চালিয়ে নেয় সেটাই দেখার বিষয়।

ছবিঃ ইন্টারনেট হইতে সংগৃহীত
২৭শে সেপ্টেম্বর ২০১৮ইং       

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.