Type Here to Get Search Results !

প্রকৃতির অপরূপ সৌন্ধর্য লালপদ্ম ফুল

এস আর এ হান্নান, বাংলাদেশ : প্রকৃতির অপরূপ সৌন্ধর্য লালপদ্ম ফুল। এই লালপদ্ম ফুল প্রকৃতিকে সাঁজিয়েছে নবরূপে। রক্ত আভায় রঙিন হয়ে উঠেছে দীগন্ত বিস্তৃত বিল। এ যেনো একখন্ড রঙিন বাংলাদেশ। দৃস্টিনন্দন এই দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমি মানুষকে আকৃষ্ট করবে। নজরকাড়া এই ফুল ফুটেছে বাংলাদেশের মাগুরা জেলাধীন মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নালিয়ার বিলে। বিশালাকৃতির এই বিলজুড়ে লালপদ্ম ফুলের অপরূপ সমাহার সত্যিই উপভোগ্য। শরৎ ঋতুতে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক নিয়ে হাজির হয় লালপদ্ম ফুল। এই ঋতুতেই নিজের রঙ, রূপ ও বৈচিত্র অকাতরে বিলিয়ে দেওয়ার জন্য ফোটে লালপদ্ম ফুল। জলাভূমিকে দেয় আকর্ষনীয় এক নতুন মাত্রা। পানির উপর বিছানো সবুজ পাতা ভেদ করে হেসে ওঠে লালপদ্ম ফুল। শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখোগেছে, উপজেলার নালিয়ার বিলের মনোমুগ্ধকর সৌন্ধর্য। যেনো লালপদ্ম ফুলের মেলা বসেছে। যে দৃশ্য যে কোনো মানুষকে আকর্ষিত করবে এবং অন্যরকম ভালোলাগা আর অনুভূতি যোগাবে। সোহেল নামের স্থানীয় এক শিশুর দেখা মিললো বিলের ভেতরে। সে লালপদ্ম ফুল তুলছিলো। প্রতিদিনই লালপদ্ম ফুল তুলতে সে বিলে আসে বলে জানায়। দূর থেকে যেনো হাত বাড়িয়ে পথচারিদেরকে ডাকে লালপদ্ম ফুলেরা।

১লা সেপ্টেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.