আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মিজেলস ও রুবেলা ভাইরাসের টিকাকরণ কর্মসূচীর উপর মিডিয়া ওয়ার্কশপ

    আরশি কথা
    তন্ময় বনিক,আগরতলাঃ
     আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মিজেলস ও রুবেলা ভাইরাসের টিকাকরণ কর্মসূচী শুরু হচ্ছে। ন'মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এই টিকা নিতে পারবে। ১৫ সেপ্টেম্বর বিভিন্ন স্কুলগুলিতে এই টিকা প্রদান করা হবে। মঙ্গলবার(৪সেপ্টেম্বর) এবিষয়ে আগরতলায় সুকান্ত একাডেমিতে মিডিয়া ওয়ার্কশপ হয়। তাতে উপস্থিত ছিলেন ইউনিসেফ এর আসাম শাখার চিফ ফিল্ড অফিসার ডঃ তুষার রানে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ জে কে দেববর্মা, জাতীয় স্বাস্থ্যমিশন ত্রিপুরার ইমিউনাইজেশন অফিসার ডঃ মধুসুদন চৌধুরী, ইউনিসেফ এর হেলথ অফিসার ডঃ মৌলিক শাহ সহ অন্যান্যরা। 
    জাতীয় স্বাস্থ্যমিশন ত্রিপুরা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ইউনাইটেড ন্যাশানস চিলড্রেনস ফান্ডের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    ১৫ সেপ্টেম্বর বিশেষ কারণে কেউ যদি এই টিকা না নিতে পারে তাদের জন্য পরবর্তী সময় বিকল্প দিন-তারিখ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় সরকার হাম ও রুবেলা ভাইরাসকে নির্মূল করতে চাইছে। সেই লক্ষ্যে এই টিকাকরণ কর্মসূচী দেশের অন্যান্য রাজ্যগুলির ন্যায় ত্রিপুরাতেও গ্রহণ করা হয়েছে।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ৪ঠা সেপ্টেম্বর ২০১৮ইং       
    3/related/default