আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আখাউড়া- আগরতলা রেল প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন

    আরশি কথা
    প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর: ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া- শাহবাজপুর সেকশন পুনর্বাসন ও আখাউড়া- আগরতলা ডুয়েল গেজ রেল প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১০ সেপ্টেম্বর) বিকেলে গণভবনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নয়াদিল্লী থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন। ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় ভবিষ্যতেও দলমত নির্বিশেষে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে দু'দেশের সোনালী সম্পর্ক আরো দৃঢ় হবে। ভিডিও কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যেসব বৈদ্যুতিক লাইন রয়েছে তা দুদেশের সম্পর্কের সোনালী প্রতীক হয়ে আছে। এছাড়া নতুন রেল সংযোগ ও বিদ্যুৎ আমদানি-রফতানির মাধ্যমে দু দেশের সম্পর্ক আরো দৃঢ় হলো বলে জানান মোদী। এসময় মমতা ব্যানার্জী বলেন, বাংলাদেশ ভালো থাকলে পশ্চিমবঙ্গও ভালো থাকে।

    ১০ সেপ্টেম্বর ২০১৮ইং

    3/related/default