আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গান্ধীজির সার্ধশতবর্ষকে সামনে রেখে চিত্রাঙ্কন কর্মশালা

    আরশি কথা

    আগরতলা ডেস্কঃ
     রাজ্যের নয়া সরকার এখন প্রশাসনে স্বচ্ছতা আনতে বদ্ধ পরিকর। সেই অনুযায়ী নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে। তাই সেদিকে লক্ষ্য রেখে আগরতলায় পুলিশ হেডকোয়ার্টারে অবজারভেন্স অব ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক শুরু হয়েছে। সোমবার(২৯অক্টোবর) এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা। ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইকের থিম হচ্ছে ইরাডিকেট করাপশন- বিল্ড এ নিউ ইন্ডিয়া। অর্থাৎ দুর্নীতি দূর করে নয়া ভারত গড়ে তোলো। আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচী। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে চিত্রাঙ্কনের উপর কর্মশালা শুরু হয়েছে। আগরতলায় নজরুল কলাক্ষেত্রে সোমবার এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। 
    আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচী চলবে। নর্থ ইস্ট জোন কালচার‍্যাল সেন্টার ডিমাপুর এর উদ্যোগে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী গান্ধীজির সার্ধশতবর্ষকে সামনে রেখে এধরনের উদ্যোগের প্রশংসা করেন।

    ছবিঃ সুমিত কুমার সিংহ
    ২৯শে অক্টোবর ২০১৮ইং        
    3/related/default