আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তিতে নানা কর্মসূচী নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুল এলামনির

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে রাজ্যের ঐতিহ্যবাহী স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের স্কুল এলামনি। তারই অঙ্গ হিসেবে শনিবার(২৭ অক্টোবর) স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচী পালন করা হয়। স্কুলের এলামনি ও এনএসএস ইউনিট যৌথভাবে এর আয়োজন করে। 
    এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, স্কুলের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী সহ অন্যান্যরা। 
    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী নেতাজীর আদর্শ নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত ১৯৪৩ সালের ২১শে অক্টোবর নেতাজী সুভাষ চন্দ্র বসু আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেছিলেন। 
    এবারই প্রথম দেশ জুড়ে এই সরকারের ৭৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। 
    প্রথা ভেঙ্গে লালকেল্লায় আজাদ হিন্দ সরকারকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবস ছাড়া ২১শে অক্টোবর জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। 

    ২৭শে অক্টোবর ২০১৮ইং    
    3/related/default