আগরতলায় পুরনো কারাগারের জমি পরিদর্শন করলেন আইনমন্ত্রী

আরশি কথা
আগরতলা ডেস্কঃ
 আগরতলায় পুরনো কেন্দ্রীয় কারাগারটি ঘুরে দেখলেন শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ। কিভাবে পরিত্যক্ত এই জায়গা কাজে লাগানো যায় তা নিয়ে পরিকল্পনা রুপায়ন করতেই মন্ত্রী শ্রী নাথ রবিবার (২৮অক্টোবর) তা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের লোকেরা। তাদের মধ্যে শিক্ষাবিদ তথা ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহাও ছিলেন। শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের বিদ্বজনেদের পরামর্শ মতোই রাজ্য সরকার এখানে পরিকল্পনা রুপায়ন করতে চায়। 
মন্ত্রী শ্রী নাথ নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেন, পুরনো এই কারাগারে ৪১ কানি জমি রয়েছে। এর মধ্যে ১৫ কানিতে উচ্চশিক্ষা দপ্তরের কনস্ট্রাকশন উঠছে। বাকি জায়গা কি কাজে লাগানো যায় তা ভেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আগরতলায় জেল-আশ্রম রোডের পাশে ধলেশ্বরে কেন্দ্রীয় কারাগারটি ছিলো। 
পরে তা বিশালগড় মহকুমায় স্থানান্তর করা হয়। বেশ কয়েক বছর ধরে খালি পড়ে রয়েছে পুরনো কারাগারের জায়গাটি। এখানে পুরুষ ও মহিলা কারাবন্দীদের সেল, কারাকর্মীদের কোয়ার্টার সবই ছিলো।

ছবিঃ সুমিত কুমার সিংহ
২৮শে অক্টোবর ২০১৮ইং      
3/related/default