তন্ময় বনিক,আগরতলাঃ
হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ। দীপাবলি উৎসবের রেশ কাটতে না কাটতেই গোবর্ধন পূজা ও ন্নকূট উৎসব। অন্যান্যবারের মতো এবছরও আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয়।
হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ। দীপাবলি উৎসবের রেশ কাটতে না কাটতেই গোবর্ধন পূজা ও ন্নকূট উৎসব। অন্যান্যবারের মতো এবছরও আগরতলার জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূটের আয়োজন করা হয়।
পৌরাণিক রীতি অনুযায়ী দীপাবলি উৎসবের পর প্রতিপদ তিথিতে এই পূজা হয়। বৃহস্পতিবার(৮ নভেম্বর) অন্নকূট উৎসব ঘিরে জগন্নাথ মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। রীতি অনুযায়ী কম করেও ১০৮ ব্যঞ্জন দিয়ে ভোগ নিবেদন করতে হয়। যাবতীয় ফল,মিষ্টি,রান্না করা সব্জি, পায়েস, লুচি পুরী, পিঠা যেন বাদ নেই কোনও কিছুই। এদিন জগন্নাথ মন্দিরে বিশেষ পূজা পাঠ হয়। সকাল থেকেই পুণ্যার্থীদের সমাগম ঘটতে থাকে। দুপুরে পূজা অন্তে উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মন্দিরের সমস্ত কাজ পরিচালনা করেন মঠাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব মহারাজ।
ছবিঃ সুমিত কুমার সিংহ
৮ই নভেম্বর ২০১৮ইং