আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছড়া" ......অমিয় দত্ত ভৌমিক,বাংলাদেশ

    আরশি কথা
    মহাবীর 
     অমিয় দত্ত ভৌমিক,বাংলাদেশ 
                                                                   
    দাদা ছিলেন মস্ত বীর
    টারজান তার মতো!
    রোজ সকালে নিয়ম করে
    তিরিশটা ডিম খেতো।
    চার ঘণ্টা ডিসুম করে
    দুপুরবেলায় এসে
    ঘণ্টা ধরে শাওয়ার নিতো
    তিনটে সাবান ঘষে।
    দুপুরবেলায় খেতে বসে
    খেতো কি তা জানো?
    আস্ত খাসি ছয়টা মুরগী
    সবজি মিষ্টির মেনু।
    ফুটবল ছিল প্রিয় খেলা
    খেলতো নিয়মিত
    রোজ বিকেলে বল ফুটাতো
    একডজনের মতো।
    গল্প নয়কো সত্যি বলছি
    আমায় দেখো তবেই
    প্রতি মাসে ডিম খাই
    তিরিশটা তো হবেই।

    ছবিঋণঃ ইন্টারনেট 
    ৪ঠা নভেম্বর ২০১৮ইং 
    3/related/default