Type Here to Get Search Results !

শেখ হাসিনার ভাগ্য পরীক্ষা আজ , চলছে ভোটগ্রহণ

ব্যুরো এডিটর, ঢাকা: বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করবে অাওয়ামী লীগ। তাই বলা চলে বর্তমান ক্ষমতাসীন দলীয় প্রধান শেখ হাসিনার ভাগ্য পরীক্ষা অাজ। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত সময় অনুযায়ী রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থকে একযোগে সারা দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবার নির্বাচনে মোট ভোটার প্রায় ১০ কোটি ৩৮ লাখ। এরমধ্যে ৫ কোটি ২৩ লাখ পুরুষ এবং ৫ কোটি ১৪ লাখ নারী ভোটার। এসব ভোটারদের ভোট গ্রহণের জন্য ৪০ হাজার ৫১টি ভোট কেন্দ্র ও এসব কেন্দ্রের মধ্যে দুই লাখ পাঁচ হাজার ৬৯১টি ভোটকক্ষ প্রস্তুত করে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এর পর কেন্দ্রে কেন্দ্রে শুরু হবে ভোট গণনা। গণনা শেষে প্রিজাইডিং অফিসাররা লিখিত ফল রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। রিটার্নিং অফিসাররা তা ইসিতে পাঠাবেন। ঢাকায় নির্বাচন কমিশনের ‌'নির্বাচন ভবনের' ফোয়ারা প্রাঙ্গণে বিশেষ মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় এ আসনের নির্বাচন স্থগিত রয়েছে। ফলে আজ ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৩০শে ডিসেম্বর ২০১৮ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.