Type Here to Get Search Results !

বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী দীপু মনি

ঢাকা ব্যুরো অফিস: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শুরু হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। মন্ত্রিসভা গঠনে রোববার সম্ভাব্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের মন্ত্রিপরিষদ থেকে ফোন করে শপথের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। নএর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে ডা. দীপু মনি। দীপু মনির শিক্ষামন্ত্রী হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দেশে ৪৭ বছরের এই প্রথম কোনো নারী শিক্ষামন্ত্রী হচ্ছেন। এবারের মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ জন। এর মধ্যে মন্ত্রী ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৩ জন। রোববার (৬ জানুয়ারি) বিকেলে মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

৬ই জানুয়ারি ২০১৯ইং