আগরতলা ডেস্কঃ
সোমবার ( ২১ জানুয়ারি ) যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হয় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র জমাতিয়ার প্রয়াণে দুই মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি।
পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে আগামীদিনে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে জানুয়ারি ২০১৯ইং
সোমবার ( ২১ জানুয়ারি ) যথাযোগ্য মর্যাদায় রাজ্য জুড়ে পালিত হয় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস। এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা, রাজস্বমন্ত্রী এন সি দেববর্মা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত প্রাক্তন মন্ত্রী নগেন্দ্র জমাতিয়ার প্রয়াণে দুই মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন রাজ্যপাল কাপ্তান সিং সোলাঙ্কি।
পাশাপাশি তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসাও করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরাকে আগামীদিনে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও তিনি উল্লেখ করেন। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতি ছিলো লক্ষ্যনীয়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
২১শে জানুয়ারি ২০১৯ইং