আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বন দপ্তরকে ঢেলে সাজানো এবং যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে জাইকা প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
     ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে চাইছে রাজ্য সরকার। বন দপ্তরকে ঢেলে সাজানো, যুবাদের কর্মসংস্থানের লক্ষ্যে জাইকা প্রকল্পে ১ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২০০৭ সালে মাত্র চার কোটি টাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছিলো। কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। 

    বুধবার ( ১৬ জানুয়ারি ) শালবাগানে জাইকা প্রকল্পে ত্রিপুরা রাজ্য ফরেস্ট একাডেমির মাঠে এক অনুষ্ঠান হয়। প্রোজেক্ট ফর সাসটেইনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা নামে একটি প্রকল্প শুরু হয়। তাতে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও বিধায়ক ডাঃ দিলীপ দাস এবং কৃষ্ণধন দাস। অনুষ্ঠানে জাইকা প্রকল্পের আধিকারিকরা সহ জাপানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। 


    মুখ্যমন্ত্রী এদিন গোটা ট্রেনিং সেন্টারটি ঘুরে দেখেন। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন কম্পিউটারে বোতাম টিপে ত্রিপুরা SCATFORM প্রোজেক্টের ওয়েবসাইটের উদ্বোধন করেন


    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১৬ই জানুয়ারি ২০১৯ইং
    3/related/default