আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা বারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা

    আরশি কথা
    তন্ময় বনিক, আগরতলাঃ
     ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে এবার ত্রিমুখী লড়াই হতে চলেছে। নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। ২০১৯-২০ সালের কার্যকরী কমিটির নির্বাচনে প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ৪১ জন প্রার্থী। তাদের মধ্যে ন'জন মহিলা রয়েছেন। ভোটার রয়েছেন ৪০৬ জন। তাদের মধ্যে মহিলা ভোটার ৯৮ জন। ভোটগ্রহণ করা হবে তিনটে বুথে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ ভোটগ্রহণ শুরু হবে। চলবে বেলা দেড়টা পর্যন্ত। ঐদিনই গণনার পর ফল ঘোষণা করা হবে। 
     রিটার্নিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী এখবর জানিয়েছেন। এবারের নির্বাচনে ত্রিমুখী প্রতিদ্বন্ধিতা হতে চলায় লড়াই বেশ জমে উঠেছে। তিনটি প্যানেলের প্রার্থীরাই জোর প্রচার চালিয়েছে। শাসক দল বিজেপি এবছর বারের দখল নিতে জোর প্রচেষ্টা চালিয়েছে। 
    বারের নির্বাচন ঘিরে যেন বিধানসভা নির্বাচনের পরিবেশ বিরাজ করছে কোর্ট চত্বরে। রিটার্নিং অফিসার নিজেও তা স্বীকার করেছেন। নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। এখন দেখার বিষয় বারের দখল নিতে কোন প্যানেলের আইনজীবীরা বাজিমাত করেন। 

    ছবিঃ সৌজন্যে কৌশিক ইন্দু

    ২২শে ফেব্রুয়ারি ২০১৯ইং


    3/related/default