প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো অফিস:
বাংলাদেশে বন্ধ হতে চলেছে প্রায় সব ভারতীয় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার। সোমবার (০১ এপ্রিল) থেকে জি টেলিভিশন নেটওয়ার্কের সব চ্যানেল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।
আনোয়ার পারভেজ বলেন, ‘সোমবার থেকে জি নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। আরও যেসব চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারিত হয়, সেসব চ্যানেলও কাল থেকে বন্ধ হয়ে যাবে।’
কোনো নির্দিষ্ট সময়ের জন্য এসব চ্যানেল বন্ধ রাখা হবে কিনা—জানতে চাইলে আনোয়ার পারভেজ বলেন, ‘কোনো বাঁধাধরা সময় নেই। একেবারে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আর কখনো বাংলাদেশের মানুষ ভারতীয় চ্যানেল দেখতে পারবে না। এখন শুধু বাংলাদেশি চ্যানেল দেখতে পারবে দেশের মানুষ।’ এমন সিদ্ধান্তের কারণে ক্যাবল নেটওয়ার্কের সাবস্ক্রাইবার কমে যাবে বলেও তিনি মনে করছেন।
এভাবে বেশিদিন ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে আনোয়ার পারভেজ সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ডাউনলিংকৃত ভারতীয় টেলিভিশন চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচারের কারণে তথ্য মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে। গেলো ২০১৭ সালের ২ জানুয়ারি তথ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা দিলেও চলতি বছরের (২০১৯) ১ এপ্রিল এসে এটি কার্যকর করা হলো।
বাংলাদেশে যেসব বিদেশি টেলিভিশন চ্যানেল দেখানো হয়, সেগুলোতে দেশি পণ্যের বিজ্ঞাপন বন্ধের দাবি জানিয়ে অনুষ্ঠান নির্মাতা, শিল্পী, বিজ্ঞাপন নির্মাতারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সংশ্লিষ্টরা বলে মনে করছেন, ভারতীয় চ্যানেল বন্ধের মধ্য দিয়ে তাদের অনেক দিনের সেই দাবি পূরণ হলো।
সংশ্লিষ্টদের মতে, ভারতীয় চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের কারণে বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ক্ষতির মুখের পড়েছিল। সরকারের এমন সিদ্ধান্তের ফলে টেলিভিশন চ্যানেল ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বলে তারা আশা করছেন।
২রা এপ্রিল ২০১৯ইং
২রা এপ্রিল ২০১৯ইং