বিশেষ প্রতিনিধি, আগরতলাঃ
সারা রাজ্যের মতো পশ্চিম জেলাতেও মহিলা, শিশু ও ছাত্রীরা সুরক্ষিত নয়। বিভিন্নভাবে নির্যাতন বেড়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছে এসএফআই। একই সঙ্গে রাজধানীর সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভয়ের পরিবেশ তৈরি করতে এবিভিপি সক্রিয় হয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার ( ৪ঠা মে ) এসএফআই এর পক্ষ থেকে এসমস্ত অভিযোগ তুলে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে।
সারা রাজ্যের মতো পশ্চিম জেলাতেও মহিলা, শিশু ও ছাত্রীরা সুরক্ষিত নয়। বিভিন্নভাবে নির্যাতন বেড়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছে এসএফআই। একই সঙ্গে রাজধানীর সাধারণ ডিগ্রি কলেজগুলিতে ভয়ের পরিবেশ তৈরি করতে এবিভিপি সক্রিয় হয়েছে বলে অভিযোগ তাদের। শনিবার ( ৪ঠা মে ) এসএফআই এর পক্ষ থেকে এসমস্ত অভিযোগ তুলে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপারের কাছে।
দাবি জানানো হয় এসমস্ত সমস্যা সমাধানের। ছাত্রী, মহিলা ও শিশুদের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার দাবি জানায় তারা। এদিন বামপন্থী এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন পুলিশ সুপারের হাতে। এসএফআই এর প্রতিনিধিরা বিজেপি এবং এবিভিপি'র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন মহিলা নির্যাতনের ঘটনায় শাসক দলের কর্মীরা জড়িত। অথচ তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এদিকে কলেজগুলিতেও অশান্তি সৃষ্টির চক্রান্ত চলছে। এই অবস্থায় পুলিশ উপযুক্ত পদক্ষেপ না নিলে এসএফআই আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
ছবিঃ সুমিত কুমার সিংহ
৪ঠা মে ২০১৯ইং