আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ত্রিপুরা থেকে বিশিষ্ট কবি মীনাক্ষী ভট্টাচার্য লিখলেন - " সুখ-দুঃখের কবিতা "

    আরশি কথা
    সুখ-দুঃখের কবিতা ....



    # দুজন কথা বলছিলেন।
    একজন বললেন, "আপনাকে দেখে মনে হয় -
    আপনি খুব সুখি,দারুণভাবে জীবন্ত আর প্রাণবন্ত
    কথায় কথায় কী সুন্দর হাসেন !
    মনে হয়,
    আপনার কোনো অতৃপ্ত বাসনা নেই
    নেই কোনো ব্যর্থতা, দুঃখ
    কোনো বিষাদময় ঘটনাই 
    সম্ভবতঃ ঘটে নি আপনার জীবনে 
    তাই আপনি প্রাণখুলে এভাবে হাসতে পারেন
    কিন্তু আমাকে দেখুন - 
    আমি ইচ্ছে করেও পারি না 
    এমন করে হাসতে 
    ব্যর্থতার পাহাড়- ঘেরা এ জীবন 
    শুধু দুঃখ-দৈন্য-পরাজয়-অভাব আর হতাশা 
    তাই আপনাকে দেখি অবাক চোখে ! "

    শুনে অন্যজন স্বভাবসুলভ ভঙ্গীতে হেসে বললেন -
    " এ জীবন, এ জগৎ বড়ো সুন্দর
    মন ভরে যায়, তৃপ্তি আসে 
    যদিও বুকের মধ্যে সযত্নে, সংগোপনে 
    রেখেছি একটা কৌটো - কষ্ট-ছিপি- আঁটা 
    বাইরে যতো বেশী হাসতে থাকি - 
    ভেতরে ততো কান্না ঝরতে থাকে কৌটোটা থেকে 
    দুঃখের ভেতরে সুখ খুঁজে খুঁজে 
    একদিন ঠিক শিখে গেছি
    দুঃখকে সুখের মতো ব্যবহার করতে 
    আসলে আমার কাছে -
    বেদনাটা ব্যক্তিগত 
    আর - আনন্দটা সবার জন্য 
    এভাবেই প্রতিদিনের তুচ্ছতা সরিয়ে দিয়ে 
    সৃষ্টি করেছি আনন্দে - ঘেরা
    এক অশেষ আকাশ ।  


    -- মীনাক্ষী ভট্টাচার্য, ত্রিপুরা 

    ৯ই জুন ২০১৯ইং
    3/related/default