আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আলোহা'র আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় রাজ্য থেকে ৮ জন

    আরশি কথা
    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    বিগত দশ বছর ধরে বেশ সাফল্যের সঙ্গে ছাত্রছাত্রীদের এক ভিন্ন ধারায় অংকের প্রশিক্ষণ দিয়ে চলেছে আলোহা। এক বিশেষ পদ্ধতিতে পাঁচ মিনিটে ৭০টি অংক করার দক্ষতা রাখে আলোহা'র ছাত্রছাত্রীরা। আগামী ২০ জুলাই চীন দেশে অনুষ্ঠিত হবে আলোহা মেন্টাল অ্যারেথমেটিক প্রতিযোগিতা। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় ত্রিপুরা থেকে ৮জন ছাত্রছাত্রী অংশ নিতে চলেছে। মঙ্গলবার (১৬জুলাই) এরা এমবিবি বিমানবন্দর থেকে রওয়ানা দেয়। ত্রিপুরা থেকে মোট ২৬জনের একটি দল রওয়ানা হয়েছে। আগামী ২৫ জুলাই তারা আগরতলা ফিরবেন।আলোহা ত্রিপুরা শাখার পক্ষ থেকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রনবীর রায় এক বিবৃতিতে এখবর জানান। প্রসঙ্গত গত বছর এই প্রতিযোগিতা মস্কোতে হয়েছিলো বলে জানানো হয়।

    ১৭ই জুলাই ২০১৯  
    3/related/default