Type Here to Get Search Results !

ত্রিপুরা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে

বিশেষ প্রতিনিধি,আগরতলাঃ
ত্রিপুরা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয় রবিবার( ১৪ জুলাই)। মোট ১৩টি পদের জন্য এদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টা থেকে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয় ভোটগ্রহণ। মোট ভোটার ছিলো ৬০ জন।নির্বাচনে প্রতিদন্ধিতা করেছে মোট ২৪ জন প্রার্থী। এদিন সকাল থেকে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগরতলা প্রেস ক্লাবে ভীড় জমান। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার এবং বৈদ্যুতিন চ্যানেল নিউজ টুডে এর এডিটর সৌরজিৎ পাল। 
ভোটগ্রহণ শেষে এদিনই ভোট গণনা অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এদিন সর্বাধিক ৪২টি ভোট পেয়ে জয়লাভ করে প্রণব শীল।ত্রিপুরা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নয়া সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রঞ্জন রায়। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রলয়জিৎ পাল ও সুখেন শর্মা। সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রমাকান্ত দে। সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ ভট্টাচার্য ও প্রবীর দাস। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কর্ণেন্দু রায়। 
এছাড়াও নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা হলেন প্রণব শীল, অর্পণ দে, বিশ্বজিৎ দে, অভিজিৎ রাহা, সুমিত সিংহ ও মিল্টন ধর।

ছবিঃ সুমিত কুমার সিংহ

১৪ই জুলাই ২০১৯