নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
লায়ন্স ক্লাব অব আগরতলা সিটি'র উদ্যোগে রবিবার (১৪ জুলাই) আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির হয়। ৪০ জন রক্ত দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেকেই আসতে পারেননি। ২৫ জন রক্তদান করেন।এই মহতি অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভাইস ডিসট্রিক্ট গভর্নর লায়ন রাজকুমার রিঙ্গানিয়া।
লায়ন্স ক্লাব অব আগরতলা সিটি'র উদ্যোগে রবিবার (১৪ জুলাই) আগরতলা প্রেস ক্লাবে এক রক্তদান শিবির হয়। ৪০ জন রক্ত দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেকেই আসতে পারেননি। ২৫ জন রক্তদান করেন।এই মহতি অনুষ্ঠানটির উদ্বোধন করেন ভাইস ডিসট্রিক্ট গভর্নর লায়ন রাজকুমার রিঙ্গানিয়া।
শিবির ঘিরে সবার মধ্যেই বেশ উৎসাহ দেখা গিয়েছে। উপস্থিত ছিলেন লায়ন বিশ্বনাথ দাস(Region Chairperson,Region-VII, District - 322G), লায়ন্স ক্লাব অব আগরতলা সিটি'র সভাপতি শংকর রায় সহ অন্যান্যরা। এদিকে সন্ধ্যায় হয় ২০১৯-২০ বর্ষের ইনস্টলেশন অনুষ্ঠান।
তাতে প্রধান অতিথি হিসেবে ইনস্টলেশন অফিসার তথা ভাইস ডিসট্রিক্ট গভর্নর(District--322G) লায়ন শুভঙ্কর সেন এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন ডিসট্রিক্ট গভর্নর(District--322G) লায়ন ডাঃ এস কে ধর(MJF)।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব আগরতলা সিটি'র সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবিঋণঃ সৌজন্যে লায়ন বিশ্বনাথ দাস এবং লায়ন রাজেশ দেবনাথ
১৪ই জুলাই ২০১৯