আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সেইসঙ্গে, গেলো দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই ভূমিকম্পে রিজক্রেস্ট শহরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডেরও খবর মিলেছে। এতে, এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও, বহু মানুষ ধ্বংসস্তূপে আটকে আছেন বলে জানা গেছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। ভূমিকম্পের পরপরই রিজক্রেস্টে জরুরি অবস্থা জারি করেন শহরটির মেয়র।
বৃহস্পতিবার, স্থানীয় সময় সকাল সাড়ে দশটার দিকে হঠাৎই কেঁপে ওঠে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আড়াইশ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রিজক্রেস্ট শহর। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরের বাসিন্দাদের মধ্যে। প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রিজক্রেস্ট শহরের কাছেই। এক পর্যায়ে মানুষ রাস্তায় নেমে আসলেও, ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় শহরের বহু স্থাপনা ও দোকানপাট। ভূমিকম্প অনুভূত হয় নেভাদা অঙ্গরাজ্যের কিছু অংশেও।
একজন বলেন, 'হঠাৎই সবকিছু প্রচণ্ড দুলতে থাকে। ভূমিকম্পের ঝাকুনি এতটাই তীব্র ছিলো যে ওই মুহূর্তে ঠিক কী করবো বুঝে উঠতে পারছিলাম না। পরে, জীবন বাঁচাতে একটি টেবিলের নিচে আশ্রয় নেই।'
আরো একজন বলেন, 'মুহূর্তটা সত্যিই খুব ভয়াবহ ছিলো হঠাৎই ঘুম ভাঙলে উঠে দেখি আমার বিছানা দুলছে। আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম।'
ভূমিকম্পে গ্যাসের লাইন ফেটে ও অন্যান্য দুর্ঘটনায় রিজক্রেস্ট শহরে অন্তত ৫টি আগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এর মধ্যে, একটি আবাসিক ভবনে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুনে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও, কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে, আগুন নিয়ন্ত্রণে কাজ করে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট।
গেল দুই দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের পরপরই পরিস্থিতি মোকাবিলায় রিজক্রেস্টে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন শহরের মেয়র পেগি ব্রিডেন। একইসঙ্গে, ভূমিকম্পের পর সেখানে থেমে থেমে আফটারশক অনুভূত হয় বলেও জানায় রিজক্রেস্ট পুলিশ বিভাগ।
তারা জানান ভূমিকম্পের পর এ পর্যন্ত আমরা ৮৭টি মৃদু ঝাকুনি অনুভব করেছি। আমরা জানিনা সামনে আমাদের জন্য আর কী কী অপেক্ষা করছি। আর এ কারণেই আমরা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদ্ধার তাৎপরতা জোরদার করতে জরুরি অবস্থা জারি করেছি।
এর আগে, সবশেষ ১৯৯৪ সালে ৬ দশিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়।
৫ই জুলাই ২০১৯
৫ই জুলাই ২০১৯