ঢাকা ব্যুরো অফিস:
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমা থেকে ৩২টি ট্রলারসহ ৫ শতাধিক ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (০৭ জুলাই) সকালে চালিতাবুনিয়া এবং মৌডুবি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকের পর তাদের পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের কোস্টগার্ড স্টেশনে নেয়া হয়। কোস্টগার্ড জানায়, ভারতীয় জেলেদের বাংলাদেশের জল সীমানায় প্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৩২টি ভারতীয় ট্রলারসহ পশ্চিমবঙ্গের ৫ শতাধিক জেলেকে আটক করা হয়।
তাদের প্রত্যেকের কাছে জেলে কার্ড পাওয়া যায়। তাদের দাবি, ঝড়ের কবলে পড়ে ভুলক্রমে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়ে তারা। তবে মাছ শিকার বা অন্যকোনো পরিকল্পনা তাদের ছিলো কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান কোস্টগার্ড কমান্ডার রেজাউল করিম।
৭ই জুলাই ২০১৯
৭ই জুলাই ২০১৯