আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের অন্যতম কুচিনা মডিউলার কিচেন কোম্পানির এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন আগরতলায়

    আরশি কথা
    আগরতলা ডেস্কঃ
    রান্নাঘরের ধোঁয়া থেকে বিশেষ করে মহিলাদের নানা রকম রোগে আক্রান্ত হতে হয়। তাই রান্নাঘর ধোঁয়ামুক্ত রাখতে কিচেন চিমনি এখন খুব জরুরি হয়ে পড়েছে।
    রাজধানীর বনমালীপুরে মঙ্গলবার(২জুলাই) দেশের অন্যতম একটি বাণিজ্যিক ব্র্যান্ড কুচিনার একটি নতুন শোরুমের উদ্বোধন হয়।


    ফিতা কেটে এর উদ্বোধন করেন কুচিনার অল ইন্ডিয়া ম্যানেজিং ডিরেক্টর নমিত বাজরিয়া। ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সুবল কুমার দে। 

    কুচিনা বরাবরই গ্রাহকদের পাশে থেকে গুণমান বজায় রেখে পরিষেবা দিয়ে যাচ্ছে বলে দাবি করেন দু 'জনই। এখন থেকে আকর্ষণীয় সব ডিজাইনের কুচিনা প্রোডাক্ট এই শোরুমে  পাওয়া যাবে বলে জানান কোম্পানির ত্রিপুরা রাজ্যের ডিস্ট্রিবিশন পার্টনার সানি ট্রেডার্স এর কর্ণধার মৃগাঙ্ক শেখর দত্ত। 

    ছবিঃ নিজস্ব

    ৪ঠা জুলাই ২০১৯ 

    3/related/default