চাইনিজ রন্ধনপ্রণালীর দ্বারা তৈরি ভিন্ন স্বাদের তিব্বতিয়ান খাবার " DIM SUM " । দেশের ভোজনরসিকরা তাদের প্রিয় খাবারের তালিকায় রেখেছে " DIM SUM " -কে। এই সুস্বাদু খাবারটি ইতিমধ্যেই ফার্স্ট ফুডের জগতে সাড়া ফেলে দিয়েছে।সুদৃশ্য বাঁশের বাস্কেটে এটি তৈরি করে গরম গরম পরিবেশন করা হয়।
Dim sum is a style of Chinese cuisine.
Dim sum is prepared as small bite-sized portions of food served in small steamer baskets or on a small plate.Dim Sum dishes are usually served with tea and together form a full tea brunch.
Due to the Cantonese tradition of enjoying tea with this cuisine, which means "drink tea" in Cantonese, is also synonymous with dim sum. Dim Sum traditionally are served as fully cooked, ready-to-serve dishes.
কয়েকজন তরুণ উদ্যোগপতির আগ্রহ এবং প্রয়াসে বর্তমানে আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন স্থানে সেরা স্বাদে ভরপুর এই " DIM SUM " ফুড কর্নার খোলা হয়েছে।এছাড়া রয়েছে নানারকম স্বাদে ভরা আরও নতুন নতুন আইটেম। দাম সাধ্যের মধ্যেই। রয়েছে আকর্ষণীয় কম্বো অফারও।
কয়েকজন তরুণ উদ্যোগপতির আগ্রহ এবং প্রয়াসে বর্তমানে আগরতলার ফায়ার ব্রিগেড চৌমুহনী সংলগ্ন স্থানে সেরা স্বাদে ভরপুর এই " DIM SUM " ফুড কর্নার খোলা হয়েছে।এছাড়া রয়েছে নানারকম স্বাদে ভরা আরও নতুন নতুন আইটেম। দাম সাধ্যের মধ্যেই। রয়েছে আকর্ষণীয় কম্বো অফারও।
The hungry stomachs have a new destination, Let's DimSum, the delicious juicy dimsums with a touch of magic from tibet.and love from India.
ছবিঃ নিজস্ব
৪ঠা জুলাই ২০১৯