মানুষ”......
কেউবা মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান-হিন্দু বা অন্য,
আমার চোখে সকলি কেবল, মানুষ বলেই গণ্য।
আমার দুঃখে আমার দৈন্যে, না হও যদি মনঃক্ষুণ্ণ,
মানুষ তুমি নও, ভাববে তুমি মানুষ নামের ঘৃণ্য।
যখন যেথায় মানব সেবায়, হও যদি না লিপ্ত,
পশুত্ব ঐ মনটা গড়তে, চালাও অভিযান ক্ষিপ্ত।
আমার সাথে লড়বে ভেবে, যদি কর তুমি কুস্তি,
শক্তি থেকেও ক্ষমা করি যদি, তবে আমিই যুদ্ধে হস্তী।
আমার অভাবে নিদ্রা আহারে, নাই যদি পাই তব হাত,
ভাববে তুমি জন্তু-পশু, নও মানবের জাত।
তোমার হস্তে জোড়ে কি আস্তে, পায় যদি কেও কষ্ট,
ভাববে তুমি মানুষ হওনি, অঙ্কুরেতেই নষ্ট।
পরের প্রদীপ জ্বালাতে যখন, নেভাবে নিজের প্রদীপ,
দেখবে তখন জাগবে কেমন, সুখ স্বর্গীয় ব-দ্বীপ।
তোমার জবাবে আচার-স্বভাবে, নাই যদি হই ধন্য,
বুঝবে তুমি হাট-বাজারের, নিকৃষ্ট এক পণ্য।
ধর্মে-বর্ণে-গোত্রে-বিত্তে ভাঙবে যখন প্রভেদ,
দেখবে তখন আঁধার কেটে, আসবে শান্তি সফেদ।
শ্রেষ্ঠ প্রাণী তুমি-আমি জানি, হোকনা যেমনি স্বভাব,
আমি শুধু জানি; মানুষ আমি নই, হলে মানবতার অভাব।
আমি অনাহারে কাছে কি পাহাড়ে, তুমি যদি কর আহার,
ভাববে তুমি মানুষ হওনি, সাহারার মত কাহহার।
আমার এ হিয়া রাত্রি-দিবা, কাদে যদি পর ক্রন্দে,
মানুষ তুমিই; বাস যদি ভালো, যে করেছে তব নিন্দে।
স্বর্গ সেথায় মানব যেথায়, অনুরাগে বাঁধে বাঁধ,
খুঁজতে হবেনা সমাধি-চিতায়, স্বর্গীয় কোন স্বাদ।
--- মনোয়ার হোসাইন মানিক, বাংলাদেশ
১৩ই এপ্রিল ২০১৯
--- মনোয়ার হোসাইন মানিক, বাংলাদেশ