আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন,অভিযানে বড় সাফল্য পেলো রাণীরবাজার থানা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
    গোপনসূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলো রাণীরবাজার থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকার নেশা সামগ্রী। আটক করা হয়েছে তিন যুবককে। 
    ঘটনা জিরানিয়া মহকুমার মাধববাড়িস্থিত আন্ত রাজ্য বাস টার্মিনাসে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর সাড়ে চারটা নাগাদ এই অভিযান চালায় পুলিশ। টিআর০১এজেড ০৬৫৭ নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। নগদ চল্লিশ হাজার টাকা পাওয়া যায় ধৃত যুবকদের কাছ থেকে। ধৃতরা হলো মনির হুসেন(২৮), আলোক হুসেন(৩০) ও প্রীতম ভৌমিক(২৫)। এই অভিযানের নেতৃত্বে ছিলেন জিরানিয়া এসডিপিও সুমন মজুমদার ও রাণীরবাজার থানার ওসি সৌমেন দাস। এদিনের এই ঘটনা আবারও প্রমাণ করে রাজ্যে নেশার কারবারিরা এখনও সক্রিয়।এখন এটাই ধারণা করা যাচ্ছে যে শুধু গাঁজাই নয় মারাত্মক সব নেশাজাত সামগ্রী পাচার ও অবৈধ বাণিজ্যে হাত পাকিয়েছে যুব সমাজের কিছু অংশ।

    ছবিঃ সুমিত কুমার সিংহ

    ১১ই জুলাই ২০১৯
    3/related/default