Type Here to Get Search Results !

সিটু'র প্রতিষ্ঠা দিবস পালিত


তন্ময় বনিক,আগরতলাঃ
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ৩৮তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সিআইটিইউ। বৃহস্পতিবার (১১ জুলাই) এই উপলক্ষ্যে রাজধানীর অফিস লেনস্থিত সংগঠনের রাজ্য কমিটির কার্যালয়ে এক অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন সিটু'র প্রবীণ নেতা চঞ্চল মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 
বক্তারা বামপন্থী এই শ্রমিক সংগঠনটি গঠনের প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। একই সঙ্গে দেশ ও রাজ্যের বতমান পরিস্থিতির প্রসঙ্গ তুলে কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে লড়াই আন্দোলন গড়ে তুলতে সমাজের সকল অংশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সংগঠনের নেতৃত্বরা দাবি করেন, সিটু বরাবরই শ্রমিকদের স্বার্থে লড়াই আন্দোলন চালিয়ে গেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে। রাজ্যের বর্তমান সরকার শ্রমিকদের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্বরা। 

 ছবিঃ সুমিত কুমার সিংহ

১১ই জুলাই ২০১৯ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.