আবু আলী, ঢাকা ।।
বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে সর্বকালের সেরা সময় পার করছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জন্মাষ্টমী উপলক্ষে ২৩ আগস্ট শুক্রবার বাংলাদেশের রাজধানীর পলাশীর মোড়ে একটি র্যালিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের শত্রুরা জাতিরও শত্রু। তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আপনার (হিন্দু সম্প্রদায়) শত্রু... তারা রাষ্ট্রের শত্রু।’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন পর্যন্ত বর্তমান সরকার ক্ষমতায় থাকবে ততদিন হিন্দুদের তাদের নিরাপত্তা নিয়ে ভায়ের কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘আমরা ভারতের সাথে সেরা সম্পর্ক উপভোগ করছি।’
আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন বলেও জানান সেতুমন্ত্রী।
২৩শে আগস্ট ২০১৯
আগামী অক্টোবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎ করবেন বলেও জানান সেতুমন্ত্রী।
২৩শে আগস্ট ২০১৯