মৃত্যুঞ্জয়ী মুজিব
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই কবিতার কবি এই কবিতার রবি সেই কবি যে, স্বপ্ন আঁকে বাংলাদেশের ছবি। এই কবিতায় হাসে, এই কবিতায় ভাসে এই কবিবর সূর্যমাখা স্বপ্নরা আকাশে। এই কবিতার আঁখি এই কবিতার পাখি এই কবিমান গগণজুড়ে স্বপ্ন মাখামাখি। সেই যে ভোরের ক্ষণে মিষ্টি আজান শোনে, হঠাৎ শকুন অস্ত্র নিয়ে আসল চুপি মনে। অস্ত্র যে তাক করে- ঠাস ঠাস গুলি করে- সেই কবিবর শেখ মুজিব লুটিয়ে পড়ল ঘরে। অতঃপর…অতঃপর… শহীদ মুজিব শক্তিমানে- মৃত্যু হয়ে ঝড় তুফানে মৃত্যুঞ্জয়ী শক্তি হয়ে বর্জনিনাদ মহাপ্রলয়ে শক্তিমান শক্তিমান। সেই শক্তি সেই সাহসে… ফুল পাখিরা স্বপ্ন দ্যাখে। মাটির বুকে রক্তগুলো- শস্য ফলার স্বপ্ন আঁকে। সেই শক্তি সেই সাহসে… সাগর বুকে তরঙ্গিত। উচ্চ বুকে পাহাড় নদী… সব শকুনও কম্প ভীতো। সেই শক্তি সেই সাহসে… ক্ষিপ্র বেগে মুজিব আসে। সবুজ শ্যামল বাংলাদেশে শাপলা হয়ে মুজিব ভাসে। দোয়েল শ্যামা পাখির ডাকে- সবুজ শ্যামল পথের বাঁকে। চাঁদের আলোয় শুভ্র হাসে। সূর্য হয়ে ওই আকাশে। সেই কবিবর সেই কবিবর.. মুজিব, মুজিব শেখ মুজিবর।
শাহানুর আলম উজ্জ্বল,বাংলাদেশ
১৫ঈ আগস্ট ২০১৯
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এই কবিতার কবি এই কবিতার রবি সেই কবি যে, স্বপ্ন আঁকে বাংলাদেশের ছবি। এই কবিতায় হাসে, এই কবিতায় ভাসে এই কবিবর সূর্যমাখা স্বপ্নরা আকাশে। এই কবিতার আঁখি এই কবিতার পাখি এই কবিমান গগণজুড়ে স্বপ্ন মাখামাখি। সেই যে ভোরের ক্ষণে মিষ্টি আজান শোনে, হঠাৎ শকুন অস্ত্র নিয়ে আসল চুপি মনে। অস্ত্র যে তাক করে- ঠাস ঠাস গুলি করে- সেই কবিবর শেখ মুজিব লুটিয়ে পড়ল ঘরে। অতঃপর…অতঃপর… শহীদ মুজিব শক্তিমানে- মৃত্যু হয়ে ঝড় তুফানে মৃত্যুঞ্জয়ী শক্তি হয়ে বর্জনিনাদ মহাপ্রলয়ে শক্তিমান শক্তিমান। সেই শক্তি সেই সাহসে… ফুল পাখিরা স্বপ্ন দ্যাখে। মাটির বুকে রক্তগুলো- শস্য ফলার স্বপ্ন আঁকে। সেই শক্তি সেই সাহসে… সাগর বুকে তরঙ্গিত। উচ্চ বুকে পাহাড় নদী… সব শকুনও কম্প ভীতো। সেই শক্তি সেই সাহসে… ক্ষিপ্র বেগে মুজিব আসে। সবুজ শ্যামল বাংলাদেশে শাপলা হয়ে মুজিব ভাসে। দোয়েল শ্যামা পাখির ডাকে- সবুজ শ্যামল পথের বাঁকে। চাঁদের আলোয় শুভ্র হাসে। সূর্য হয়ে ওই আকাশে। সেই কবিবর সেই কবিবর.. মুজিব, মুজিব শেখ মুজিবর।
শাহানুর আলম উজ্জ্বল,বাংলাদেশ
১৫ঈ আগস্ট ২০১৯