আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একাকীত্ব...." ঢাকা থেকে রীতা আক্তার এর কবিতা

    আরশি কথা
    একাকীত্ব....


    অন্ধকার হোক আরো কালো। 
    নিশ্চিন্ত মনে উপভোগ করতে চাই,
    সে কালোর গভীরতা। 
    আলো আঁধারের মাঝে, 
    ধূপছায়ার চাদরে জড়িয়ে নিতে চাই, 
    একাকীত্বের নিকষ কালো স্পর্শটুকু।
    কিছু অনুভুতি হোক নিজের সাথে। 
    স্পর্শহীন স্পর্শে চলুক ছুঁয়ে দেখার অদম্য প্রয়াস। 
    কিছু কথা হোক নিজের সাথে। 
    না বলা কথায় হোক আলাপ, একবার " আমি"র সাথে।
    চুপ করে থাকা মানে, নয় চুপ থাকা।
    নিরবতায়ও হয়ে যায় কত কথকথা। 
    নিশ্চুপ বিকেলের এক ধারে এসে, 
    মনে মনে বলি-
    একাকীত্বের মাঝেও সুখ আছে। 
    সবাই কি আর একা থাকতে পারে?

    -- রীতা আক্তার
    রামপুরা, ঢাকা

    ৮ই সেপ্টেম্বর ২০১৯
    3/related/default