বঙ্গবন্ধু, সদা জাগ্রত, চির অম্লান ।।
জাতির ক্রান্তিলগ্নে
তুমি ধরেছিলে হাল,
যুগিয়েছ সাহস,দিয়েছ অভয়,
বঙ্গবন্ধু তুমি স্মৃতিতে অম্লান ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
তুমি বাঙ্গালী জাতির স্রষ্টা,
অত্যাচার নিপীড়ন সয়ে
ঘুরে দাঁড়ানো বাঙ্গালির স্বপ্নদ্রষ্ঠা।
তোমার আহ্বানে সাড়া দিয়ে
অস্ত্র হাতে পড়েছিল ঝাপিয়ে,
দিয়েছে বুকের রক্ত,
লাখো শহীদ আর মা বোনের
ইজ্জতের বিনিময়ে জাতি
হয়েছিল পিঞ্জর মুক্ত ।
তোমারই হাত ধরে
জাতি পেয়েছে
বাংলাদেশ নামক ভূখণ্ড,
যেখানে স্বাধীন সার্বভৌম অস্তিত্ব
তাকে দিয়েছে প্রশান্তি দু দন্ড ।
একদিন তোমারই হাতে গড়া
লাল সবুজের পতাকা মোড়ানো বাংলায়,
বিপথগামী, পথভ্রষ্টরা
নিষ্ঠুর বুলেটের আঘাতে
কেঁড়ে নিল তোমারই প্রান,
অকৃতজ্ঞ মননে স্তব্ধ করে দিল
তোমার কন্ঠস্বর,
ভুলে সব তোমার অবদান ।
কিন্তু পেরেছে কি তারা
ভুলিয়ে দিতে,
জাতির হৃদয় থেকে
সেই প্রিয় নাম ।
ভুল করে যে কলঙ্ক গাথা রচিত
করেছিল সেই সব বেঈমান ।
পারে নি তারা ভোলাতে তোমায়
রয়েছ সুউচ্চ আসীয়ান ।
বঙ্গবন্ধু তুমি,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
আছো সদা জাগ্রত,
চির অম্লান ।।
-- উম্মে কুলসুম মুন্নি
লেখক ও আইনজীবী
ঢাকা, বাংলাদেশ
জাতির ক্রান্তিলগ্নে
তুমি ধরেছিলে হাল,
যুগিয়েছ সাহস,দিয়েছ অভয়,
বঙ্গবন্ধু তুমি স্মৃতিতে অম্লান ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী
তুমি বাঙ্গালী জাতির স্রষ্টা,
অত্যাচার নিপীড়ন সয়ে
ঘুরে দাঁড়ানো বাঙ্গালির স্বপ্নদ্রষ্ঠা।
তোমার আহ্বানে সাড়া দিয়ে
অস্ত্র হাতে পড়েছিল ঝাপিয়ে,
দিয়েছে বুকের রক্ত,
লাখো শহীদ আর মা বোনের
ইজ্জতের বিনিময়ে জাতি
হয়েছিল পিঞ্জর মুক্ত ।
তোমারই হাত ধরে
জাতি পেয়েছে
বাংলাদেশ নামক ভূখণ্ড,
যেখানে স্বাধীন সার্বভৌম অস্তিত্ব
তাকে দিয়েছে প্রশান্তি দু দন্ড ।
একদিন তোমারই হাতে গড়া
লাল সবুজের পতাকা মোড়ানো বাংলায়,
বিপথগামী, পথভ্রষ্টরা
নিষ্ঠুর বুলেটের আঘাতে
কেঁড়ে নিল তোমারই প্রান,
অকৃতজ্ঞ মননে স্তব্ধ করে দিল
তোমার কন্ঠস্বর,
ভুলে সব তোমার অবদান ।
কিন্তু পেরেছে কি তারা
ভুলিয়ে দিতে,
জাতির হৃদয় থেকে
সেই প্রিয় নাম ।
ভুল করে যে কলঙ্ক গাথা রচিত
করেছিল সেই সব বেঈমান ।
পারে নি তারা ভোলাতে তোমায়
রয়েছ সুউচ্চ আসীয়ান ।
বঙ্গবন্ধু তুমি,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,
আছো সদা জাগ্রত,
চির অম্লান ।।
-- উম্মে কুলসুম মুন্নি
লেখক ও আইনজীবী
ঢাকা, বাংলাদেশ
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
৭ই অক্টোবর ২০১৯