Type Here to Get Search Results !

ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মুহম্মদ ইমরান

আবু আলী, ঢাকা ॥
মুহম্মদ ইমরানকে ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ১১ নভেম্বর সোমবার বিদেশ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় এক দশক পর ভারতে চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে পেশাদার কূটনীতিক পাঠানো হচ্ছে। মুহম্মদ ইমরান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাদার এই কূটনীতিক ১৯৮৬ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি জেদ্দা, অটোয়া, বন ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কলকাতায় ডেপুটি হাইকমিশনার হিসেবে কাজ করেন মুহম্মদ ইমরান। এছাড়া তিনি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
মুহম্মদ ইমরান ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০১৪ সালে অবসরপ্রাপ্ত সাবেক এই পররাষ্ট্র সচিবকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি তারেক এ করিমের স্থলাভিষিক্ত হন। তাকে চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছিল। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেন তারিক এ করিম।

১১ই নভেম্বর ২০১৯

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.