প্রভাষ চৌধুরী, ঢাকা ব্যুরো এডিটর:
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাউল উৎসব’।
রোববার (২৯ ডিসেম্বর) রাজধানী আগরতলার রবীন্দ্রশতবর্ষী ভবনের ১ নম্বর হলে বিকেল পৌনে ৫টায় এ উৎসবের আয়োজন করা হয়েছে।
বাউল উৎসবে বাংলাদেশ থেকে অংশ নেবেন বাউলশিল্পী ওস্তাদ সফি মণ্ডল, বাংলাদেশের ফোক যুবরাজ খ্যাত আশিকুর রহমান আশিক, ক্লোজআপ ওয়ান তারকা নাসরিন আক্তার বিউটি, ইদ্রিস আনোয়ার পরান। এছাড়াও এই উৎসবে গান পরিবেশন করবেন ত্রিপুরা রাজ্যের প্রথম শ্রেণির বাউল শিল্পীরা।
এ বিষয়ে সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা আরশি কথাকে বলেন, বাংলাদেশ সহকারী হাইকমিশন বাংলাদেশের মাঠে-প্রান্তরে, গ্রাম-গঞ্জে ভেসে বেড়ানো মূল ধারার বাউল সুর ত্রিপুরাবাসীর কাছে উপস্থাপনের লক্ষ্যে এক বাউল উৎসবের আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশের মরমী বাউল কবি ফকির লালন শাহ, বাংলা লোকসংগীতের পুরোধা লোক-কবি রাধারমন দত্ত, বাউল সম্রাট শাহ আবদুল করিম ও হাসান রাজার গান নিয়ে বাংলাদেশ থেকে ৪ জন বাউল শিল্পী উপস্থিত থাকবেন। গান পরিবেশন করবেন ত্রিপুরার শিল্পীরাও।
তিনি বলেন, বাউল উৎসবের সব আয়োজন প্রায় শেষের পথে। আমাদের এই উৎসবে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি।
২৬শে ডিসেম্বর ২০১৯
২৬শে ডিসেম্বর ২০১৯