আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সদরপুরে তিন বালু ব্যবসায়ীকে জেল-জরিমানা

    আরশি কথা
    ঢাকা ব্যুরো অফিস: পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি কেটে বিক্রি করার দায়ে ফরিদপুরের সদরপুরে তিন বালু ব্যবসায়ীকে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। দণ্ডপ্রাপ্তরা হলেন-মো. আ. ছত্তার (৩৮), মো. আছাদ(৩৮) ও মো. বাহাদুর খান(৬০)। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে পদ্মা নদীর আকুটের চর এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর সন্ধ্যায় তাদেরকে সাজা দিয়ে একজনকে কারাগারে ও দুইজনের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়। এদের মধ্যে মো. আ. ছত্তার (৩৪) ও মো. আছাদকে (৩৮) নগদ দুই লাখ টাকা করে জরিমানা এবং মো. বাহাদুর খানকে (৬০) ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভূমি) সজল চন্দ্র শীল জানান, পদ্মা নদীর খাস জমির মাটি ও বালু কাটার খবর পেয়ে সেখানে ছুটি যাই। গিয়ে দেখি বাহাদুর খানের নেতৃত্বে শ্রমিকেরা বালু কাটছে। এ সময় তিন বালু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমাো ও কারাদণ্ড দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বাহাদুর খানের নেতৃত্বে অবৈধভাবে সরকারি জায়গার মাটি-বালু কেটে বিক্রি করা হচ্ছিল। তিনজনই সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সজল চন্দ্র শীল আরো জানান, দুই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়। আর বাহাদুর খানকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

    ১লা ডিসেম্বর ২০১৯
    3/related/default