শীতের নিজস্ব একটি সকাল...দুপুর...বিকেল...সন্ধ্যে আর রাত আছে। অন্য সবকটি ঋতু থেকেই আলাদা...একদম ভিন্ন। যেখানে বহু পেরিয়ে যাওয়া জীবনের গল্পরা খুব যত্নে সতেজ থাকে।কুয়াশায় ভরা সকাল...স্বল্প আঁচে দুপুর...দন্ধে থাকা বিকেল আর সন্ধ্যে...বাকি থাকে না ফুরোতে চাওয়া জীবনের আপ্রাণ প্রচেষ্টার ফলে সৃষ্ট এক আলোর উত্তাপে থাকা রাতের কাহিনী।
হাজার বছরের পুরনো দেহরা যেমন অন্ধকারে... শীত বলয়ে... মাটির গভীরে এক সজিব ইতিহাসের আশ্বাস দেয় তেমনি শীতক্ষণে ফেলে আসা জীবনের বহু গল্পকথারা উষ্ণতার চাদরে আমাদের অবিরাম জড়িয়ে রাখতে চায়। দৈনিক প্রখরতা কমিয়ে মধ্য গগনের আলো যখন শীতের কাছে বশ্যতা স্বীকার করে তখন এক পরিবারের সবাই মিলেমিশে সেই মাঝ উঠানে মিষ্টি দুপুররোদের আলোয় অবগাহন স্মৃতির কোনে উঁকিঝুঁকি দেয়। সবকিছুকে পেরিয়ে যাওয়া প্রিয় শীতসকাল সম্পর্কের অটুট বুননে আমাদের জীবনকে ছুঁয়ে থাকে...কখনও হিমেল হাওয়ায়...কোথাও শিশিরের ঠান্ডা স্পর্শে...কখনও বা অদ্ভুত পাগল করা এক স্বকীয় সুবাসে...... স্বাগত শীতসুবাস।।
প্রধান সম্পাদকের কলমে
ছবিঃ সৌজন্যে ইন্টারনেট
২৫শে ডিসেম্বর ২০১৯