Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর হাত ধরে ৩৮তম আগরতলা বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি,আগরতলাঃ
হাপানিয়ার আন্তর্জাতিক মেলাপ্রাঙ্গনে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো ৩৮তম আগরতলা বইমেলার।বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকলেন হাজারো বইপ্রেমী মানুষ। বইমেলার বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, মডেল স্টেট কিছু লোক বুঝতে চায়না।
তারা গতানুগতিক ব্যবস্থায় বিশ্বাসী। কিন্তু গতানুগতিক কাজকর্মে নতুনত্বের নজির থাকেনা। মুখ্যমন্ত্রী আরও বলেন,রবীন্দ্রভবন ও শিশু উদ্যানের পরিসর ছেড়ে হাপানিয়া মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়া বইমেলাই মডেল স্টেট এর প্রকৃত উদাহরণ।
মুখ্যমন্ত্রীর মতে মানুষে মানুষে সৃষ্ট বন্ধুত্ব আজ আছে তো কাল নেই। বই-ই হলো মানুষের সবচেয়ে বড় বন্ধু। এর মধ্যে কোন বিচ্ছেদ নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা,শিক্ষামন্ত্রী রতন লাল নাথ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিধায়ক রামপ্রসাদ পাল,মিমি মজুমদার, রাজা রামমোহন রায় লাইব্রেরী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাঞ্চন গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


ছবিঃ সুমিত কুমার সিংহ

২৬শে ফেব্রুয়ারি ২০২০   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.